প্রকাশিত: Tue, Apr 11, 2023 7:25 AM
আপডেট: Mon, Jan 26, 2026 4:37 AM

বিএনপি রাজনৈতিক দুর্ঘটনার পথে হাঁটছে: ওবায়দুল কাদের

এম এম লিংকন: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি প্রকাশ্যে আসে না। ষড়যন্ত্রের খেলা খেলতে চায় তারা। তবে আওয়ামীলীগের সঙ্গে এই ষড়যন্ত্রের খেলায় কোন লাভ হবে না তাদের। সোমবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী শান্তি সমাবেশে এ কথা বলেন তিনি।

নির্বাচন কমিশন ঘোষণা অনুযায়ী চলতি বছরের ২৫ মে থেকে ২৯ জুনের মধ্যে দেশের পাঁচটি সিটি করপোরেশনের ভোট অনুষ্ঠিত হবে। ওবায়দুল কাদের বলেন, সংবিধান অনুযায়ী এ সব সিটির নির্বাচন হবে। এ নির্বাচন করবে নির্বাচন কমিশন। তাহলে ফখরুল সাহেবের অসুবিধা কোথায়। কি অসুবিধা বিএনপির? স্বতন্ত্র বলে যে সব প্রার্থী ভোটে অংশ গ্রহণ করে, তারা কাদের প্রার্থী জনগন তা জানে। তবে বিএনপিতে উকিল সাত্তারের অভাব নেই। বিএনপির অনেকেই নির্বাচনে অংশ নিতে তলে তলে সরকারের সঙ্গে যোগাযোগ করছে। নিয়ম অনুযায়ী সিটি নির্বাচন হবে। কেউ আসুক বা না আসুক। নির্বাচন কারো জন্য থেমে থাকবে না। এখানেও তাদের ভয়। কারণ এখানে হেরে গেলে জাতীয় নির্বাচনে আর সম্ভব না। এজন্য তারা ভয় পাচ্ছে। 

সেতুমন্ত্রী আরো বলেন, তাদের পলাতক দন্ডপ্রাপ্ত আসামিও বুঝে গেছে বাংলাদেশে শেখ হাসিনার সঙ্গে নির্বাচন করে লাভ নেই। এটা বুঝতে পেরে আজকে ফখরুলের মনের জোর কমে যাচ্ছে। মনের জোর কমছে গলার জোর বাড়ছে। এখন প্রতিনিয়ত অদ্ভুত অদ্ভুত কথাবার্তা বলছে।  এখন মনে হয় বেপরোয়া গাড়ির চালকের মতো রাজনীতির বেপরোয়া চালক ফখরুল যেভাবে পথ হারিয়ে দিশেহারা হয়ে গাড়ি চালাচ্ছে তাতে যেকেন সময় না দুর্ঘটনা হয়ে যায়। রাজনীতির দুর্ঘটনা ঘটার পথে হাটছে বিএনপি। এই অপশক্তিকে ঠেকাতে হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব